দক্ষিণ সুরমায় বিএনপির মিছিলে হামলা ও গ্রেফতার,কভেন্ট্রি বিএনপির নিন্দা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:২৬, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

দক্ষিণ সুরমায় বিএনপির মিছিলে হামলা ও গ্রেফতার,কভেন্ট্রি বিএনপির নিন্দা

প্রকাশিত মে ১৩, ২০১৭
দক্ষিণ সুরমায় বিএনপির মিছিলে হামলা ও গ্রেফতার,কভেন্ট্রি বিএনপির নিন্দা

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগি সংগঠনের বিক্ষোভ মিছিলে পুলিশের গুলি। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা দায়েরের প্রতিবাদে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা গত ৬ মে দুপুর ২টায় বাবনা পয়েন্টে থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে মিছিলকে লক্ষ্যে করে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এসময় পুলিশের গুলিতে ৫ জন নেতাকর্মঢর আহত হোন বলে অভিযোগ তাদের। ঘটনাস্থল থেকে পুলিশ যুবদল নেতা জুবেল আহমদকে আটক করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়,দুপুরে দক্ষিণ সুমরা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য তাজুরুল ইসলাম তাজুল,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি কুহিনুর আহমদ,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামল হাসান জুয়েল ও জেলা যুবদল নেতা সামছুল ইসলাম টিটুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হতে চাইলে পুলিশ গুলি চালায়। দলের নেতৃবৃন্দ জানান পুলিশ এক পর্যায়ে তাদের ব্যানার ছিনিয়ে নেয় এবং পরে ব্যানার ছাড়া পুলিশের বাধা অতিক্রম করে বিক্ষোভ মিছিল করেন নেতৃবৃন্দ। সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য নজমুল ইসলাম জানান জেলা বিএনপি নেতা তাজুরুল ইসলাম তাজুল ও জেলা যুবদল নেতা কুহিনুর আহমদ হামলায় আহত হয়েছেন।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃত নিঃশর্ত মুক্তি দাবী করেছে যুক্তরাজ্যের কভেন্ট্রি বিএনপি। কভেন্ট্রি বিএনপির পক্ষ থেকে সভাপতি জামিউল ইসলাম জামি ও সাধারন সম্পাদক মেহরাব উদ্দীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবী জানান। তারা বলেন দমন নিপীড়ন নির্যাতন করে আওয়ামিলীগ সরকার ক্ষমতায় থাকতে পারবে না।

প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।