বার্মিংহামে লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের ইফতার মাহফিল – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৫৪, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

প্রকাশিত জুন ২২, ২০১৭
বার্মিংহামে লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের ইফতার মাহফিল

ব্রিটেনের অন্যতম বৃহৎ ইসলামিক প্রতিষ্ঠান মিডল্যান্ডস লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ইফতার মাহফিল। কমিউনিটির সর্বস্থরের ব্যক্তিবর্গের উপস্থিতিতে গত ১২ জুন বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের  ইকবাল ব্যাংকুয়েটিং স্যুটে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে মিডল্যান্ডস ছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে কমপ্লেক্সের শুভাকাক্সক্ষী, লাইফ মেম্বার, ফাউন্ডার মেম্বার এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে কমপ্লেক্সের সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা এম এ কাদির আল হাসান। তিনি বলেন, সকলের উদার দান ও সহায়তায় ইতোমধ্যে বোর্ডিং মাদরাসার যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। বক্তব্যে তিনি জানান, খুব শিঘ্রই অফস্টেডের পরিদর্শন হবে এবং পরিদর্শন সমাপ্ত হলেই শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকা- শুরু হবে। তিনি আরও জানান, কমপ্লেক্সের ভিতরে পুরুষ ও মহিলাদের পৃথক সুবিধা সম্বলিত বৃহদাকারের মসজিদের কাজও খুব শিঘ্রই শুরু হবে। আল্লাহর এই ঘর নির্মাণে মুক্ত হস্তে দান করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। প্রজেক্টারের মাধ্যমে কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম তুলে ধরেন কমপ্লেক্সের সেক্রেটারি মোঃ মিসবাউর রহমান এবং তাঁকে সহায়তা করেন কমপ্লেক্সের জয়েন্ট সেক্রেটারি মোঃ খুরশেদ উল হক। কমপ্লেক্সের প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমপ্লেক্সের ভাইস চেয়ারম্যান গাবরু মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন স্যান্ডওয়েল মেয়র আলহাজ আহমেদুল হক এমবিই, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ নাছির আহমেদ,সেক্রেটারি ফয়জুর রহমান চৌধুরী এমবিই, কমপ্লেক্সের ভাইস চেয়ারম্যান আলহাজ কাজী আংগুর মিয়া,ফাউন্ডার মেম্বার মাওলানা রুকনুদ্দীন আহমদ, স্যান্ডওয়ের আল ইসলাহ’র প্রেসিডেন্ট মাওলানা রফিক আহমদ।

বার্মিংহাম আল ইসলাহ’র জয়েন্ট সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মুনিমের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ আব্দুল খালিক, বালাগঞ্জ উসমানী নগর গরীব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হাজী আব্দুল ওয়াদুদ, কমিউনিটি নেতা কামাল আহমদ, হাজী আজির উদ্দিন, হাজী মধু মিয়া, হাজী হারুন মিয়া, জাকির হোসেন, মশাহিদ তালুকদার, কভেন্ট্রি ফুলতলী ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান, মোঃ এমদাদ হোসাইন, মোঃ আব্দুল হাই, মাস্টার আব্দুল মুহিত, হাফিজ আলী হোসেন বাবুল, হাজী সাহিদ মিয়া, মোঃ মছব্বির আলী, মাওলানা বদরুল হক খান, হাজী সালেহ আহমদ, মাওলানা গুলজার আহমদ, মাওলানা মাহবুব কামাল, হাজী সাহাব উদ্দিন, শফিক মিয়া চৌধুরী গণি মোঃ সুজা আনোয়ার প্রমুখ। মাহফিলে নাশিদ পরিবেশন করেন শানে মুস্তাফা শিল্পী গোষ্ঠির পরিচালক ক্বারী মাহফুজুল হাসান খান মিল্লাত, ব্রিটিশ মুসলিম স্কুলের ছাত্র আহমদ আলী ও আব্দুল মুনিম। মাহফিল শেষে বিশেষ মুনাজাতে মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।