বার্মিংহামে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউ‘কের সাধারণ সভা - BANGLANEWSUS.COM
  • ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

 

বার্মিংহামে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউ‘কের সাধারণ সভা

প্রকাশিত জুলাই ৮, ২০১৭
বার্মিংহামে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউ‘কের সাধারণ সভা

রাজু আহমেদ ঃ যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দৌলতপুর ইউনিয়নের প্রবাসীদের সংগঠন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউ‘কের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শহর থেকে আসা দৌলতপুরবসীদের উপস্থিতিতে গত ৩ জুলাই বার্মিংহামের মিষ্টিদেশ রেষ্টুরেন্টে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউ‘কের সভাপতি নাজমুল হক টুনুর সভাপতিত্বে,এলবি টুয়েন্ট্রি ফোর ডট টিভির মিডল্যান্ডস প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া ও সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউ‘কের সহ-সভাপতি আজাদ আহমেদ। সংগঠনের রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ আবু নোমান। দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউ‘কেকে আরো গতিশীল ও কার্যকরী করার বিষয়ে নানা পরামর্শ দিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউ‘কের সহ-সভাপতি আব্দুল গফুর ও হেজাজ আহমেদ,সাধারণ সম্পাদক মজির উদ্দিন মনু,যুগ্ম সম্পাদক আতিকুর রহমান শাহিন ও হাবিবুল করীম,কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুছ প্রমূখ। সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা করা ছাড়াও মাসিক চাঁদা,সদস্য সংগ্রহ কর্মসূচি,সংবিধান প্রণয়ন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে নানা আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় ভিডিও কন্ফারেেেন্সর মাধ্যমে আমেরিকা থেকে সংগঠনের আমেরিকা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন গিয়াস,ফ্রান্স থেকে ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক খয়রুল ইসলাম ও ব্রাজিল থেকে ব্রাজিল শাখার সাধারণ সম্পাদক আজিজ আহমেদ সেলিম আলোচনায় অংশ নেন। সবশেষে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউ‘কের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করে তা সফল করার লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।