সব দল নির্বাচনে আসায় অনিশ্চয়তায় পড়ে গেছে সরকার

Daily Ajker Sylhet

০৬ ডিসে ২০১৮, ০৩:২১ পূর্বাহ্ণ


সব দল নির্বাচনে আসায় অনিশ্চয়তায় পড়ে গেছে সরকার

ডেস্ক রিপোর্ট :: সব দল নির্বাচনে আসায়, অনিশ্চয়তা পড়ে গেছে সরকার। এমন মন্তব্য করে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন বলেছেন, সরকার ২০১৪ সালের মতো একতরফা নির্বাচনের মাধ্যমে আবারো ক্ষমতায় আসতে চেয়েছিল।

পুরানা পল্টনের কালভার্ট রোডের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের নির্বাচনি কার্যালয় পরিদর্শনে এসে সংবাদ সম্মেলন করেন ড. কামাল।

তিনি বলেন, এই নির্বাচন সুষ্ঠু না হলে জনগণের মালিকানা ফিরে আসবে না। তাই সবাইকে ভোট দেয়া ও ভোট পাহারা দেয়ার অনুরোধ করেন। পাহারাদারের ভূমিকায় চান গণমাধ্যম কর্মীদেরও।

এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, বিএনপির নয়, ইশতেহার হবে জাতীয় ঐক্যফ্রন্টের। আগামী ৮ তারিখের মধ্যে তা প্রকাশ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।