অনলাইন ডেস্ক : সাংবাদিক খাশোগি হত্যাকান্ডের নির্দেশ দিয়েছিলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানই। এই বিষয়ে যুক্তরাষ্ট্র এখন অতীতের চেয়ে আরো বেশি নিশ্চিত। প্রভাবশালী মার্কিন সিনেটর বব কর্কার এমনটিই দাবি করেছেন। গতকাল খাশোগি হত্যাকান্ডের বিষয়ে সিনেটকে ব্রিফিং করে গোয়েন্দা সংস্থা সিআইএ। সেখানে সিআইএ পরিচালক গিনা হ্যাসপেল খাশোগি হত্যাকান্ডের সর্বশেষ তথ্য-উপাত্ত তুলে ধরেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হন সিনেটের প্রভাবশালী একাধিক সদস্য। এসময় রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ক্রাউন প্রিন্সের নিদের্শনায় সুপরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে। এমন সিদ্ধান্ত না নিতে চাইলে আপনাকে স্বেচ্ছায় অন্ধ হয়ে থাকতে হবে। আরেক রিপাবলিকান সিনেটর রিচার্ড শেলবি বলেন, খাশোগি হত্যায় কাউকে শাস্তি দেয়া উচিত। এখন প্রশ্ন হলো, কিভাবে আপনি সৌদি ক্রাউন প্রিন্স ও তার সহযোগীদেরকে সৌদি আরবের থেকে পৃথক করে দেখবেন।
লিন্ডসে গ্রাহামসহ উল্লেখযোগ্য সংখ্যক প্রভাবশালী সিনেটর শুরু থেকেই খাশোগি হত্যাকান্ডে ট্রাম্প প্রশাসনের ভূমিকার সমালোচনা করে আসছেন। সম্প্রতি ডেমোক্রেটদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক রিপাবলিকান সিনেটর বলেছেন, তারা এখনো এমন একটি আইন পাস করতে চান যাতে সৌদি আরব এমন বার্তা পায় যে, যুক্তরাষ্ট্র খাশোগি হত্যার বিরুদ্ধে। কিন্তু এই আইন পাসের প্রক্রিয়া কিভাবে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটরা মতৈক্যে পৌছাতে পারেননি। ডেমোক্রেটরা চান, ইয়েমেনে হামলারত সৌদি জোটের প্রতি সব ধরণের মার্কিন সহায়তা বন্ধ করে দেয়া হোক। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ও তার অনুগতরা যুক্তি দেখিয়েছেন, সৌদি আরব তাদের দীর্ঘদিনের মিত্র। তাই এমন কোন পদক্ষেপ নেয়া উচিত না যাতে ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের সম্পর্কে ফাটল ধরে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।