ভুয়া গণমাধ্যমই জনগণের প্রধান শত্রু: ট্রাম্প – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৫:৫৬, ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ভুয়া গণমাধ্যমই জনগণের প্রধান শত্রু: ট্রাম্প

প্রকাশিত জানুয়ারি ৮, ২০১৯
ভুয়া গণমাধ্যমই জনগণের প্রধান শত্রু: ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: ফের গণমাধ্যম নিয়ে ক্ষ্রিপ্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম বলেন, ‘ভুয়া গণমাধ্যম জনগণের প্রধান শত্রু।‘ মঙ্গলবার ট্রাম্প তার ভেরিফাইড পেজে একটি ছবি পোস্ট করেন। সেখানে লেখা, আমাদের দেশে ভুয়া খবরের গণমাধ্যম গুলোই প্রকৃত বিরোধী দল। এরা প্রকৃতপক্ষে জনগনের শত্রু।

ছবিতে আরো লেখা, আমরা অবশ্যই জার্নালিজম এবং রিপোর্টিংয়ে সততা ফিরিয়ে আনবো।

এর আগে মার্কিন এই প্রেসিডেন্ট তার দেশের অনেক গণ মাধ্যমকে কটাক্ষ করে আক্রমণ করেন। বিশেষ করে ট্রাম সংবাদসংস্থা সিএনএনকে বেশ কয়েকবার ভুয়া বলে আখ্যা দেন।

এছাড়া তিনি সিএনএনের এক সাংবাদিককে হোয়াইট হাউসে নিষিদ্ধ করেছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।