রমজানে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:২৯, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

রমজানে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত মে ২, ২০১৯
রমজানে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

ডেস্ক রিপোর্ট :: লক্ষ্মীপুরে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ, সরবরাহ, মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে ডিসি কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।

এ সময় ডিসি অঞ্জন চন্দ্র পাল বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে হবে। প্রতিটি দোকানে মূল্যতালিকা ঝোলাতে হবে। দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার পাশাপাশি তা ভেজালমুক্ত কিনা তা নিশ্চিত হতে হবে। এসব বিষয় বাস্তবায়নে ব্যবসায়ী সংগঠনগুলো নিয়মিত বাজার মনিটরিং করবে।
ডিসি অঞ্জন আরো বলেন, জেলা ও উপজেলায় ভেজাল পণ্য উৎপাদন, বিক্রি ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের বিষয়ে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন, এডিসি (রাজস্ব) রাশেদ ইকবাল চৌধুরী, লক্ষ্মীপুর সদরেরইউএনও শফিকুর রিদোয়ান আরমান শাকিল, লক্ষ্মীপুর বণিক সমিতির সহ-সভাপতি আবদুল আজিজ, হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম, কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।