ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণি, দেখুন সরাসরি – BANGLANEWSUS.COM
  • ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণি, দেখুন সরাসরি

প্রকাশিত মে ২, ২০১৯
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণি, দেখুন সরাসরি

ডেস্ক রিপোর্ট :: হ্যারিকেনের তীব্রতা নিয়ে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘ফণি’। সময় যত যাচ্ছে, ততই শক্তি সঞ্চয় করছে ঝড়টি। প্রতি মুহূর্তে এটি গতিপথ পরিবর্তন করে ধেয়ে আসছে উপকূলের দিকে। প্রথম আঘাত ভারতের উড়িষ্যা হানলেও, এর তীব্রতা থেকে মুক্ত নয় বাংলাদেশও। এর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যদিও এই দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন প্রস্তুতি নিয়েছে উভয় দেশই।

দুর্যোগ মোকাবিলা করতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সবাইকে নিরাপদ স্থানে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচার। আবহাওয়া অধিদফতর থেকে সবসময় জানানো হচ্ছে পূর্বাভাস। এরইমধ্যে দেশের সব সমুদ্রবন্দরগুলোতে ৭ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

আর এসব পূর্বাভাসের সর্বশেষ খবর প্রকাশ করছে ডেইলি বাংলাদেশ। এবার পেজ থেকে দেখে নিতে পারবেন ঘূর্ণিঝড় ফণির প্রত্যেক মুহূর্তের অবস্থান।

যেভাবে দেখবেন-
ফণির গতি কোন দিকে তা দেখতে উপরের লাইভ চার্টের প্লে বাটনে ক্লিক করুন। আজকে কোন জায়গায় রয়েছে তা তো দেখতেই পাচ্ছেন। প্লে বাটনে ক্লিক করলে পরবর্তী প্রতি ঘণ্টায় ফণি কোথায় অবস্থান করবে, তা দেখিয়ে দিবে।

১৯৭৬ সাল থেকে এখন পর্যন্ত এপ্রিল মাসে বঙ্গোপসাগরে যতগুলো ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে, তার কোনোটি কখনো এত শক্তিশালী আকার ধারণ করেনি। প্রবল ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ সাধারণত ৮৯ থেকে ১১৭ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।