মনপুরায় তিন হাজার মানুষ পানিবন্দী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:০৯, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মনপুরায় তিন হাজার মানুষ পানিবন্দী

প্রকাশিত মে ৫, ২০১৯
মনপুরায় তিন হাজার মানুষ পানিবন্দী

ডেস্ক রিপোর্ট :: ভোলার মনপুরায় শনিবার রাতে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে তিন গ্রাম প্লাবিত হয়েছে। এতে তিন হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ এর উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম জানান, ভাঙা বাঁধ পরিদর্শন করা হয়েছে। দ্রুত নতুন বাঁধ নির্মাণ করা হবে।

মনপুরার ইউএনও বশির আহমেদ জানান, ঘূর্ণিঝড় ফণির আঘাতে উপজেলার ছয় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, দুই কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে, চার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ঘূর্ণিঝড় কবলিতদের শুকনো খাবারসহ অন্যান্য ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।