নজিপুরে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপণ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:২৪, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

নজিপুরে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপণ

প্রকাশিত জুন ১২, ২০১৯
নজিপুরে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপণ

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় উপজেলা সদর নজিপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৭ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে রবিবার সকালে বিদ্যালয় চত্বর এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা করন শেষে বিদ্যালয় চত্বরে বৃক্ষ রোপন করেছে।

পরিষ্কার পরিচ্ছন্নতা করন ও বিদ্যালয় চত্বরে বৃক্ষ রোপন শেষে নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবুর কাছে পৌরসভা এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৌরসভার প্রতিটি বাড়ি থেকে প্রত্যহ ভ্যানের মাধ্যমে ময়লা সংগ্রহ করা, সংগৃহীত ময়লা যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে অপরসারন করা ও নাগরিকদের যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত রাখার জন্য উপযুক্ত কর্মসূচী প্রনয়নের দাবীতে একটি স্মারক লিপি প্রদান করেছে।

এসময় উপস্থিত ছিলেন রাইসুল ইসলাম, ইফতেষারুল হক, আসিফ মোত্তাকিন, আমির হামজা, ফাহিম রেজা সহ অন্যান্যরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।