১৭ লাখ টাকা প্রাইজমানির সার্ক দাবা চ্যাম্পিয়নশিপ শুরু - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:১১, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

১৭ লাখ টাকা প্রাইজমানির সার্ক দাবা চ্যাম্পিয়নশিপ শুরু

ADMIN, USA
প্রকাশিত নভেম্বর ২৬, ২০১৯
১৭ লাখ টাকা প্রাইজমানির সার্ক দাবা চ্যাম্পিয়নশিপ শুরু

আজ সোমবার থেকে পল্টনস্থ ফারস হোটেল এন্ড রিসোর্টের নিউ সিন্দুরপুর হলে শুরু হয়েছে ২০ হাজার ডলার তথা ১৭ লাখ টাকা প্রাইজমানির প্রথম সার্ক দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৯। বিকেলে বাংলাদেশ দাবা ফেডারেশনে সভাপতি ও র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক বেনজীর আহমেদ, বিপিএম (বার) এ চ্যাম্পিয়নশিপসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^ দাবা সংস্থার প্রেসিডেন্টের উপদেষ্টা বেরিক ভালগাবায়েভ। উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ^ দাবা সংস্থার জোন ৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীমসহ অন্যান্যরা।

 

প্রতিযোগিতার উন্মুক্ত বিভাগে দুই গ্র্যান্ড মাস্টার, ৬ আন্তর্জাতিক মাস্টারসহ আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার ৮৭ জন খেলোয়াড় অংশ নিয়েছেন। মহিলা বিভাগে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ ও শ্রীলংকার ২২ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

 

৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় উন্মুক্ত বিভাগে ১১০০০ মার্কিন ডলার, মহিলা বিভাগে ৭০০০ মার্কিন ডলার এবং বিদ্যুৎ গতি দাবায় ২০০০ মার্কিন ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে।

 

আজ সোমবার অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ফিদে মাস্টার মো. সাইফ উদ্দীন লাভলুকে, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব নেপালের কৃষ্ণ থাপাকে পরাজিত করেন। ভারতের আন্তর্জাতিক মাস্টার প্রান্তিক রায় শ্রীলংকার লামা হেভাকে, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান মুকিতুল ইসলাম রিপনকে, ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক খন্দকার নজরে মাওলকে হারান।

 

ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান মিজানুর রহমানকে, ভারতের সংকলন ভারতী মো. আসাদুজ্জামানকে, ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ^াস মো. হাসানকে, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী মো. সারোয়ার কামালকে, উতেন নাফিম আল করীমকে, তাহসিন তাজওয়ার জিয়া অভিজিৎ বড়–য়াকে, ক্যান্ডিডেট মাস্টার মো. জামাল উদ্দিন বাবলু শেখকে, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ হামিদুল হককে, জাবেদ আল আজাদ মোহাম্মদ শফিকুল ইসলামকে, ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় আবুল কাশেম আল শাহিদকে পরাজিত করেন।

 

অনত চৌধুরী ভারতের আলখ্য মুখোপাধ্যায়ের সাথে ও মো. নাসিম হোসেন ভূঁইয়া ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদের সাথে ও ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ ভারতের সংকলন শাহের সাথে ড্র করেন।

 

মহিলা বিভাগে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ইয়ন সরকারকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার সামিহা শারমীন সিম্মী আনোয়ারা খাতুনকে, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা নাফিসা নুশরাত জাহানকে, শ্রীলংকার ধাহামপ্রিয়া শারমীন খানকে, নুশরাত জাহান আলো ওয়ারসিয়া খুশবুকে, আহমেদ ওয়ালিজা আরিসা হোসেন তুবাকে ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস তাসমিন সুলতানাকে পরাজিত করেন।

 

প্রথম সার্ক দাবা চ্যাম্পিয়নশিপের পৃষ্ঠপোষকতায় রয়েছে রাশিয়ার রোসাটম। এ ছাড়া বাংলাদেশের সাইফ পাওয়ারটেক লিমিটেড, রূপায়ন গ্রুপ ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড কো-স্পন্সর হিসেবে রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।