মিঠাপুকুরকে মাদকমুক্ত করতে বিপ্লবের নানাবিধ উদ্যোগ

Daily Ajker Sylhet

২৮ ডিসে ২০১৯, ১২:২১ অপরাহ্ণ


মিঠাপুকুরকে মাদকমুক্ত করতে বিপ্লবের নানাবিধ উদ্যোগ

রুবেল ইসলাম,মিঠাপুকুর
মিঠাপুকুর উপজেলাকে মাদকমুক্ত প্রথম থানা হিসেবে ঘোষনা করতে চাই উল্লেখ করে রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এ রোগ থেকে আামাদের সমাজকে বাঁচাতে বর্তমান সরকার কঠোর পদক্ষেপ হাতে নিয়েছে। যুবসমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে আমাদের শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
 শনিবার দুপুরে বালারহাট হাই স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শীত অসলেই সমাজের দুস্থ্য অসহায় দরিদ্র মানুষদের দুর্ভোগ পোহাতে হয়। শুধু সরকারের সহযোগীতার আশায় আমাদের নীরব থাকলে চলবে না। এসব শীতার্ত মানুষদের পাশে বৃত্তবানদের এগিয়ে আসতে হবে। সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভাল কাজ করা সম্ভব। এতে দেশ, সমাজ ও জাতি এগিয়ে যাবে। আমাদের উন্নয়ন ত্বরান্বিত হবে।
‘আমাদের বালারহাট আমাদের অহংকার’ সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী র‌্যালী, আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালারহাট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহা. মামুন ভূঁইয়া ও মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস।
এরআগে মাদক বিরোধী একটি র‌্যালী বালারহাট ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।