আদমদীঘিতে রাজ আমলের শিবলিঙ্গের গৌরিপাঠ উদ্ধার
০৯ মার্চ ২০২০, ০৭:৪০ পূর্বাহ্ণ

আদমদীঘি (বগুড়া) :
হিন্দু সম্প্রদায়ের রাজাদের আমলের পাথরের শিবলিঙ্গের গৌরিপাঠ (আসন) উদ্ধার করেছে স্থানীয় জনতা। গতকাল সোমবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকায় একটি ডোবা খনন কালে এই শিবলিঙ্গের আসনটি পাওয়া যায়। পরে পাথরের এই আসনটি আদমদীঘি থানায় জমা দেয়া হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, গতকাল সোমবার উপজেলার ছাতিয়ানগ্রাম ঘোষপাড়ায় জনৈক কল্যানের বাড়ির পাশের্^ একটি জলাশয় (ডোবা) খনন করার সময় দু‘শ কেজি ওজনের হিন্দু সম্প্রদায়ের রাজাদের আমলের দীর্ঘদিনের পুরাতন পাথরের শিবলিঙ্গের গৌরিপাঠ (আসন) শ্রমিকরা দেখতে পান। এরপর ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু ও ইউপি সদস্য সুদেব কুমার ঘোষ ও সুবাস চন্দ্র পাথরের এই শিবলিঙ্গের গৌরিপাঠ বা আসন সনাক্ত করে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন এই শিবলিঙ্গের আসন পূজা শেষে বিকেলে আদমদীঘি থানায় হস্তান্তর করেন।