সুজনকে বাউন্সার মারতে চেয়েছিলেন ওয়াসিম আকরাম

Daily Ajker Sylhet

১১ মে ২০২০, ১১:৪৭ পূর্বাহ্ণ


সুজনকে বাউন্সার মারতে চেয়েছিলেন ওয়াসিম আকরাম

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের জয়ের মধ্যে ১৯৯৯ বিশ্বকাপের পাকিস্তানের বিপক্ষে জয়টা ছিল অন্যতম। সেই ম্যাচের জয়ের নায়ক ছিলেন খালেদ মাহমুদ সুজন। তবে সেই ম্যাচেই পাকিস্তানের ওয়াসিম আকরামের সঙ্গে সুজনের ছোট একটি দ্বন্দ্ব লেগেছিল। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জানিয়েছেন, পারে ওয়াসিম তাকে একটি ম্যাচে বাউন্সার মারতে চেয়েছিলেন।

তামিম ইকবালের ফেসবুক লাইভে এসে এই তথ্য দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সুজন। পুরো বিষয়টি জানিয়েছেন কি ঘটেছিল তাদের মাঝে, কিভাবে এর সূত্রপাত হয়।
সুজন বলেন, ম্যাচে (বিশ্বকাপ) তখন ৩ উইকেট পেয়ে গেছি। পাকিস্তানও চাপে পড়ে গেছে। সেই ম্যাচে আমাদের হারানোর কিছু ছিল না। ওয়াসিম আকরাম আমার বলে একটা চারও মেরেছিল। তখন ওর চোখে চোখ রেখে তাকিয়ে ছিলাম। তখন সে গালি দিয়ে বলে, আমার দিকে তাকাস ছোটু! সে আকরামের (খান) কাছেও বিচার দেয়, তোর ছোটু আমার দিকে তাকিয়ে আছে!
এরপর ২০০০ সালের ঢাকায় এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। সেই সময়ই সুজনকে বাউন্সার মারতে চেয়েছিলেন ওয়াসিম আকরাম। ৩২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল টাইগাররা। সুজন সেদিন দ্রুত আউট হয়ে গিয়েছিলেন।
সেইদিনের কথা স্মরণ করতে গিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, সেই সময় খালেদ মাসুদকে এসে ওয়াসিম জিজ্ঞেস করেছিল যে, তোদের সেই ছোটুটা কোথায়? সে আজ খেলেনি? মাসুদ উত্তর দিয়েছিল, সে তো আউট হয়ে চলে গেছে। এটা শুনে ওয়াসিম বোধ হয় একটু হতাশই হয়ে বলেছিলেন, কখন আউট হয়েছে সে, কোন সময় আউট হলো! ওকে তো আমার বাউন্সার মারার পরিকল্পনা ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।