করোনা বিস্তার রোধে ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপ চালু - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:৩৭, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

করোনা বিস্তার রোধে ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপ চালু

ADMIN, USA
প্রকাশিত জুন ৫, ২০২০
করোনা বিস্তার রোধে ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপ চালু

করোনা ভাইরাসের বিস্তার রোধে নাগরিকদের জন্য পরীক্ষামূলকভাবে ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপ চালু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

বৃহস্পতিবার ভার্চুয়াল এক অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে অ্যাপটির উদ্বোধন করেন।

আইসিটি বিভাগের উদ্যোগে অ্যাপ তৈরিতে কাজ করেছে স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর, এটুআই, এসডিএমজিএ এবং স্টার্টআপ সহজ।

 

অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে দুজন ব্যবহারকারীর কাছাকাছি থাকার সময় এবং ব্যবহারকারীদের অবস্থান সুরক্ষিতভাবে সংরক্ষণ করে রাখবে। এ জন্য ব্যবহার হবে ব্লুটুথ ও আধুনিক প্রযুক্তি।

যখনই অন্য কোনো অ্যাপ ব্যবহারকারী একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে আসবে তখনই অ্যাপ দুটি নিজেদের মধ্যে ‘ডিজিটাল হ্যান্ডশেক’ করে প্রয়োজনীয় তথ্য সুরক্ষিতভাবে আদান-প্রদান করবে।

গুগল প্লে স্টোর থেকে ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপটি ডাউনলোড করা যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।