ওমরাহ পালনের অনুমতি দেওয়ার বিষয়ে ভাবছে সৌদি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১:১২, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ওমরাহ পালনের অনুমতি দেওয়ার বিষয়ে ভাবছে সৌদি

ADMIN, USA
প্রকাশিত আগস্ট ৪, ২০২০
ওমরাহ পালনের অনুমতি দেওয়ার বিষয়ে ভাবছে সৌদি

ডেস্ক রিপোর্ট, ঢাকা: এ বছর করোনা ভাইরাসের কারণে কড়া নিরাপত্তা এবং কঠোর বিধিনিষেধের মধ্যে হজ পালিত হয়েছে। শুধু সৌদি আরবে অবস্থানরতরা হজ পালনের সুযোগ পেয়েছেন। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ডা. হুসেইন আল শরীফ সোমবার (৩ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, এ বছর কোভিড-১৯ মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে কড়া নিরাপত্তার মধ্যে যেভাবে হজ আয়োজন করা হয়েছে, তার পুরো প্রক্রিয়াটি থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ওমরাহ মৌসুমের প্রস্তুতি নেবে মন্ত্রণালয়। কোভিড-১৯ এর সংক্রমণ রোধে ফেব্রুয়ারির শেষে মক্কায় ওমরাহ পালন এবং মদিনার মসজিদে নামাজ আদায়ের জন্য সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে ৪ মার্চ সৌদির নাগরিক এবং অধিবাসীদের জন্যও ওমরাহ পালনে নিষেধাজ্ঞা আরোপিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।