দৌলতদিয়া এক রুই ও এক বাগাইড়ের দাম ৪২ হাজার
১৭ সেপ্টে ২০২০, ০৫:২৮ পূর্বাহ্ণ

গোয়ালন্দ (রাজবাড়ী) :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে শরীফ ও শাহিন হলদার নামের পৃথক দুই জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ওজনের একটি রুই ও ২৫ কেজি ওজনের একটি বাগাইড় মাছ।
বুধবার সকালে দৌলতদিয়া ঘাটের মাছের আরতে মাছ দুটি বিক্রি করতে আনলে ঘাটের মাছ ব্যবসায়ী মোঃ শাজাহান শেখ ১৭ হাজার টাকায় রুই ও ২৫ হাজার টাকায় বাগাইড় মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী মোঃ শাজাহান শেখ জানান, রাতে দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে পদ্মায় শরীফ হলদার জাল ফেলে ১০কেজি ওজনের রুই ও শাহিন হলদার ২৫ কেজি ওজনের বাগাইড় মাছটি ধরেন। পরে সকালে তারা মাছ দুটি আরতে বিক্রির জন্য আনেন। সে সময় তিনি ১৭শ টাকা কেজি দরে ১৭ হাজার টাকায় রুই ও ১ হাজার টাকা কেজি দরে ২৫ হাজার টাকায় বাগাইড় মাছটি কিনে নেন।
এরপর তিনি মোবাইলে যোগাযোগ করে ঢাকার দুই ক্রেতার নিকট ১২শ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় বাগাইড় মাছটি এবং ১৮শ টাকা কেজি দরে রুই মাছটি বিক্রি করেন।
তিনি জানান, মাছ বিক্রি করতে এখন বেশী সময় লাগে না। মোবাইলে যোগাযোগের মাধ্যমে এরকম বড় বড় মাছ বিক্রি করেন। নদীর পানি কমতে থাকায় এখন মাঝে মধ্যেই বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে ।