সীমান্তের ওপাড়ে ভেসে উঠলো বাংলাদেশির লাশ নিশ্চিত সূত্রের খোঁজে ঠাকুরগাঁও বিজিবি – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:০১, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

সীমান্তের ওপাড়ে ভেসে উঠলো বাংলাদেশির লাশ নিশ্চিত সূত্রের খোঁজে ঠাকুরগাঁও বিজিবি

প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২০
সীমান্তের ওপাড়ে ভেসে উঠলো বাংলাদেশির লাশ নিশ্চিত সূত্রের খোঁজে ঠাকুরগাঁও বিজিবি

Manual1 Ad Code

আজম রেহমান, ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কোটপাড়া সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে আব্দুল আলী ওরফে আদু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি স্থানীয় সূত্র নিশ্চিত করলেও এবং মানুষের মুখ থেকে জানতে পারলেও এখনও প্রত্যক্ষদর্শী ও বিএসএফ’র কাছে ঘটনার সত্যতা খুঁজছে ঠাকুরগাঁও বিজিবি ।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সহিদুল ইসলাম টেলিফোনে বলেন, শনিবার বিকেল পর্যন্ত লাশ দেখতে পেরেছে এমন কোনো স্থানীয় প্রত্যক্ষদর্শীর দেখা যেমন আমরা পাইনি, তেমনি বিএসএফ’র কাছ থেকেও নিশ্চিত হওয়া যায়নি, আমরা ঘটনার নিশ্চিত সূত্র খুজছি।
শুক্রবার রাত ৩ টার সময় এ ঘটনা ঘটে বলে জানান আমজানখোর ইউপির চেয়ারম্যান মোঃ আকালু। তিনি আরও জানান, বালিয়াডাঙ্গী উপজেলার কোটপাড়া বিওপির মেইন পিলার ৩৮৩ এর ২ এস সংলগ্ন ভারতীয় অংশের আয়রন ব্রিজের নিকট দিয়ে ৭/৮ জন বাংলাদেশী গরু চোরাকারবারি অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গেলে ভারতের ১৭১ বিএসএফের সোনামতি টহল দল তাদেরকে তাড়া দেয়। এসময় বিএসএফ সদস্যরা চোরাকারবারীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।
বিএসএফ’র হাত থেকে নিজেকে বাচাঁতে নদীতে ঝাঁপ দেন তারা। কিন্তু সবাই এপারে ফিরে আসলেও নিখোঁজ হন আব্দুল আলী। পরের দিন শনিবার দুপুরে ভারতের ৬০ গজ অভ্যন্তরে আয়রন ব্রিজ এর নিকট আব্দুল আলীর লাশ ভেসে ওঠে।
ইউপি চেয়ারম্যান আকালু জানান, যেহেতু গুলি করে হত্যা করা হয়নি তাই বিএসএফ লাশ ফেরত প্রদানে অস্বীকৃতি জানিয়েছে বলে ঐপাড়ের পরিচিত সূত্র থেকে টেলিফোনে তিনি জানতে পেরেছেন। এ ব্যাপারে ঠাকুরগাঁও ৫০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সহিদুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে কেবল নানা সূত্র থেকে নানা কথা শুনছেন কিন্তু সরাসরি লাশ দেখেছেন এমন কোনো প্রত্যক্ষদর্শীর দেখা যেমন পাননি তেমনি বিএসএফ’র সাথে যোগাযোগ করেও মেলেনি কোনো নিশ্চিত তথ্য। তবে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কোভিডের বিপজ্জনক পরিস্থিতিতে যখন সীমান্ত বাহিনী ভারত ও বাংলাদেশ উভয় দিক থেকেই খুউবই কঠোর অবস্থানে, তখনও থামছে না কতিপয় দুষ্কৃতিকারীর অবৈধ সীমান্ত পাড়াপাড়। সীমান্তে বাংলাদেশী হত্যা এড়াতে তিনি সীমান্তবাসী ও তাদের জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code