আমেরিকায় প্রথম কৃষ্ণাঙ্গ কার্ডিনাল - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:১৭, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আমেরিকায় প্রথম কৃষ্ণাঙ্গ কার্ডিনাল

ADMIN, USA
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২০
আমেরিকায় প্রথম কৃষ্ণাঙ্গ কার্ডিনাল

ইন্টারন্যাশনাল ডেস্ক: আর্চবিশপ উইলটন গ্রেগরি নামে আমেরিকায় এই প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ কার্ডিনাল নিয়োগ দেওয়া হয়েছে। পোপ ফ্রান্সিস আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন। এদিন মোট ১৩ জন কার্ডিনালের নাম ঘোষণা করা হয়। ভ্যাটিকান থেকে ভাষণ দেওয়ার সময় পোপ নতুন ১৩ কার্ডিনালের নাম জানিয়ে দেন। এবার নাম ঘোষণার মধ্যে দুইটি ব্যতিক্রমী ও উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছেন পোপ। প্রথমটি হলো, এই প্রথম একজন কৃষ্ণাঙ্গ অ্যামেরিকান যাজককে কার্ডিনাল করা হলো। তিনি হলেন ওয়াশিংটনের আর্চবিশপ উইলটন গ্রেগরি। তিনি এর আগে তিনবার মার্কিন কনফারেন্স অব আর্চবিশপস-এর প্রধান হয়েছেন। এই বার যে কার্ডিনাল নিয়োগ করা হয়েছে, তাদের মধ্যে চারজনের বয়স ৮০ বছরের কম। তার মধ্যে রুয়ান্ডা, ফিলিপাইন ও চিলির আর্চবিশপও রয়েছেন। পোপের সিদ্ধান্ত থেকে মনে করা হচ্ছে, তিনি এমন একজনকে নিজের উত্তরসূরি হিসাবে চান, যিনি তার নীতি অনুসরণ করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।