রুশ সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ

Daily Ajker Sylhet

০১ জানু ২০২১, ১১:১২ পূর্বাহ্ণ


রুশ সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ

ডেস্ক নিউজ, ঢাকা: সিরিয়ার উত্তরাঞ্চলে রাক্কা প্রদেশে রাশিয়ার একটি সামরিক ঘাঁটির কাছে বোমা বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাক্কা প্রদেশের তাল আল সামান এলাকায় অবস্থিত ঘাঁটিটির প্রবেশ পথে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে।  গাড়িটিতে আগে থেকেই বোমা পেতে রেখেছিল দুর্বৃত্তরা। হারাস আদদিন নামের একটি গোষ্ঠী এ বিস্ফোরণের দায় স্বীকার করেছে। তবে এখন পর্যন্ত এতে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি। পর্যবেক্ষক সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি। গত কয়েক দিনে সিরিয়ায় আরও কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশের বিভিন্ন আবাসিক এলাকায় হামলার ঘটনা ঘটে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।