জিম্বাবুয়ে সিরিজে ছুটি এখনও কেউ জানাননি বিসিবিকে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:৫৫, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

জিম্বাবুয়ে সিরিজে ছুটি এখনও কেউ জানাননি বিসিবিকে

editor
প্রকাশিত জুন ৫, ২০২১
জিম্বাবুয়ে সিরিজে ছুটি এখনও কেউ জানাননি বিসিবিকে

ডেস্ক নিউজ, ঢাকা:

ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হতেই জাতীয় দল জিম্বাবুয়ে সফর করবে। সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলবে তামিম-সাকিবরা। গুঞ্জন আছে, দুই-একজন সিনিয়র ক্রিকেটার জিম্বাবুয়ে সফরের আগে ছুটি চাইতে পারেন। সেক্ষেত্রে নির্বাচকরা কি ছুটি মঞ্জুর করবেন? অন্যতম নির্বাচক আব্দুর রাজ্জাক জানালেন, পুরোটাই নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্তের ওপর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ছুটি-বিষয়ক প্রশ্নে রাজ্জাক বলেছেন, ‘প্রথমত জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ে সহজ প্রতিপক্ষ না, বাংলাদেশের মাটিতে হলে বলতাম তুলনামূলক সহজ প্রতিপক্ষ। জিম্বাবুয়েতে জিম্বাবুয়ে কখনোই সহজ প্রতিপক্ষ না। আমার জানা মতে, এখনও কেউ বলেনি আমি থাকতে পারবো না। বললে, সেটি আলোচনার টেবিলে উঠবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।