সিলাম ওয়েলফেয়ার টাস্ট ইউকে’র পক্ষ থেকে সিলাম ঈদগাহের উন্নয়নে ৩ লাখ টাকার চেক হস্তান্তর – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৫৬, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

সিলাম ওয়েলফেয়ার টাস্ট ইউকে’র পক্ষ থেকে সিলাম ঈদগাহের উন্নয়নে ৩ লাখ টাকার চেক হস্তান্তর

banglanewsus.com
প্রকাশিত আগস্ট ৫, ২০২১
সিলাম ওয়েলফেয়ার টাস্ট ইউকে’র পক্ষ থেকে সিলাম ঈদগাহের উন্নয়নে ৩ লাখ টাকার চেক হস্তান্তর

Manual8 Ad Code

সিলাম শাহী ঈদগাহের উন্নয়নের জন্য আরো ৩ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। ৩ আগষ্ট মঙ্গলবার রাতে সিলাম টিকর পাড়ায় সিলাম ওয়েলফেয়ার টাস্ট ইউকে এর দফতর সম্পাদক সাহেল শাহ এর বাস ভবনে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও সিলাম ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মালিকের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক ও অডিট কমিটির সদস্য এম আহমদ আলীর সঞ্চালনায় চেক হস্তান্তর অনুষ্ঠানে সিলাম শাহী ঈদগাহ কমিটির পক্ষ থেকে সিলাম ওয়েল ফেয়ার ট্রাস্টের নেতৃবৃন্দের কাছে ঈদগাহের উন্নয়ন কাজের অডিট রিপোর্ট হস্তান্তর করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক মুদাব্বির হোসেন, শাহ আব্দুল মান্নান, বাহার উদ্দিন,শফিক শাহ,শফিকুল ইসলাম, আলহাজ্ব সাজ্জাদ মিয়া,মোঃ আবুল কালাম, হাজী তাজরুল ইসলাম তাজুল, সমাজসেবী শামছুল আলম, অডিট কমিটির সদস্য অধ্যাপক নুরুল ইসলাম আলমগীর,অডিট কমিটির সদস্য শিক্ষক আব্দুলাহ আল মামুন, সমাজেসেবী দুলাল শাহ, শামসুল হক, মনিরুল ইসলাম তুরন, শাহ টিপু সুলতান, সিলাম ওয়েলফেয়ার টাস্ট ইউকের দফতর সম্পাদক শাহেল শাহ,তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল হক জামান, শাহ অলিদুর রহমান, হাজী তুরন মিয়া, টিটু মিয়া, জায়েদ পাটোয়ারী, শাহ খালেদ, শাহ শিপলু প্রমুখ।
এর আগে ২০২০ সালের ১৫ ফেব্রæয়ারি থেকে ২০২১ সালের ১২ জুলাই পর্যন্ত সিলাম ওয়েলফেয়ার টাস্ট ইউকে এর পক্ষ থেকে চেকের মাধ্যমে ২৩,০০,০০০ (তেইশ লক্ষ) টাকা সিলাম শাহী ঈদগাহের উন্নয়নের জন্য প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code