আনোয়ার হোসেন আনু
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৬-৭ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন। এটি গঙ্গা নদীর ডলফিন বলে নিশ্চিত করেছে মৎস্য অফিস।
শনিবার (৭ আগস্ট) বিকেল মৃত ডলফিনটি দেখতে পায় স্থানীয় জেলেরা।
স্থানীয়রা বলেন , মাছটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে মাছটির মৃত্যু হয়েছে। এর আগেও বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি সৈকতে ভেসে এসেছিল।
স্থানীয় জেলে সোহাগ বলেন , কুয়াকাটা সৈকতে জোয়ারের পানির সাথে ডলফিনটি ভেসে আসছে, এটার মুখে রক্তাক্ত দেখা যাচ্ছে, এটা প্রায় ৬-৭ ফুট লম্বা হবে। এর আগেও অনেক সময় বিভিন্ন ধরনের ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে আসছে। যদি মাছগুলো পচে যাওয়ার মত হয় তাহলে আমরা এগুলো মাটি চাপা দেয়ার ব্যবস্থা করি।
বছরের প্রায় অনেক সময়তেই আমরা বিভিন্ন জাতের মৃত্যু ডলফিন পেয়ে থাকি এই সৈকতে। ডলফিনগুলো বেশীরভাগ সময়ে মাছ ধরার জালে আটকে, ট্রলারের সাথে ধাক্কাসহ বিভিন্ন কারনে তাদের মৃত্যু হয়। তবে এগুলোর মৃত্যুর কারন নিশ্চিত করে ডলফিনের মৃত্যুরোধ করাটা জরুরি মনে করছি।
কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার জানান, সৈকতে ভেসে আসা মাছগুলো কুয়াকাটা পৌরসভার অধিনে মাটিতে পুঁতে রাখার ব্যবস্থা করা আছে। সবসময়ই আমরা সে কাজগুলো করে আসছি।
ভেসে আসা মাছটি গঙ্গা নদীর শুশুক ডলফিন বলে নিশ্চিত করেন কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। তিনি আরো জানান, মাছটি মারা যাওয়ার সঠিক কারণ বলা যাচ্ছে না, তবে এই ধরনের ডলফিনগুলো মাছ খেয়ে বেচে থাকে। তাই বেশীরভাগ সময় জেলেদের জালে আটকে পরে মারা যায় । আবার বয়সের কারনেও অনেক সময় মৃত্যু হয়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।