১২ ঘন্টার ব্যবধানে কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো আরো একটি মৃত ডলফিন।। – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:৪৩, ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

১২ ঘন্টার ব্যবধানে কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো আরো একটি মৃত ডলফিন।।

প্রকাশিত আগস্ট ২২, ২০২১
১২ ঘন্টার ব্যবধানে কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো আরো একটি মৃত ডলফিন।।
কুয়াকাটা(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকতে ১২ ঘন্টার ব্যবধানে ফের ভেসে এসেছে ৭ ফুট দৈর্ঘ্যরে আরো একটি ইরাবতী  মৃত ডলফিন। শনিবার দুপুরের দিকে সৈকতের ব্লক পয়েন্ট এলাকায় ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি স্থানীয়দের ডলফিনটিকে নিরাপদ স্থানে মাটিচাপা দেয়ার নির্দেশ দেন।
স্থানীয়রা জানান, লেজের অংশে জাল পেচানো ডলফিনটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এর আগেও ইরাবতি, পরপয়েশ ও শুশক প্রজাতির বেশ কয়েকটি ডলফিন সৈকতে ভেসে এসেছে। ডলফিন মৃত্যুর কারন অনুসন্ধান করা প্রয়োজন। বন্য প্রানী আইনে জটিলতা থাকায় ডলফিনটি মাটিচাপা দিতে বলা হয়েছে।
এর আগে শুক্রবার  দুপুরে সৈকতের গঙ্গামতি ও ঝাউবাগান পয়েন্টে ৭ ফুট ও ৩ ফুট দৈর্ঘ্যরে দুটি মৃত ইরাবতি প্রজাতির মৃত ডলফিন সৈকতে ভেসে আসে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।