ওমরাহ পালনে সৌদির নতুন নির্দেশনা – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:০৬, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ওমরাহ পালনে সৌদির নতুন নির্দেশনা

newsup
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২২
ওমরাহ পালনে সৌদির নতুন নির্দেশনা

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ পবিত্র ওমরাহ পালনে ফের নতুন নির্দেশনা দিলো সৌদি আরব। দেশটির হজ এবং ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, একাধিক বার ওমরাহ পালনের ক্ষেত্রে কমপক্ষে ১০ দিনের ব্যবধান থাকতে হবে। বিদেশি মুসলমানদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।

Manual3 Ad Code

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ দিনের আসা বিদেশি মুসল্লিরা সর্বোচ্চ তিনটি ওমরাহ পালন করতে পারবেন।

Manual3 Ad Code

এক বিবৃতিতে দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমবার ওমরাহ পালনের পর কেউ দ্বিতীয়বার ওমরাহ পালন করতে চাইলে নির্দিষ্ট ১০ দিনের সময় শেষে ইটমারানা বা তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দ্বিতীয় ওমরার জন্য আবেদন করতে পারবেন।

এছাড়া আগের জারি করা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, অন্য দেশ থেকে সৌদি আরবে হজ করতে আসা মুসল্লিদের বয়স ১২ বা তার বেশি হতে হবে। একইসঙ্গে তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনে টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে।

Manual6 Ad Code

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির সরকার নতুন করে এই নির্দেশনা দিলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code