আইফোনে ধীর গতির অভিযোগ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:২১, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আইফোনে ধীর গতির অভিযোগ

newsup
প্রকাশিত জুন ১৮, ২০২২
আইফোনে ধীর গতির অভিযোগ

ডেস্ক নিউজ, ঢাকা: লাখ লাখ পুরনো ব্যবহারকারীর আইফোন ধীর গতির হয়ে গেছে। এমনই একটি আইনি অভিযোগ উঠেছে আইফোনের বিরূদ্ধে। কনজুমার চ্যাম্পিয়ন জাস্টিন গুটম্যান অভিযোগ করেন— অ্যাপলের নতুন আপডেটে পারফরমেন্স বাড়ার কথা থাকলেও প্রকৃতপক্ষে তা ফোনকে ধীর গতির করে দিয়েছে। যুক্তরাজ্যে এমন ২৫ মিলিয়ন ব্যবহারকারীর ক্ষেত্রে এ ঘটনা ঘটায় তিনি ৭৬৮ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দাবি করেছেন। বিবিসি’র বরাতে অ্যাপল জানায়, তারা কখনোই জেনেশুনে এ কাজটি করেনি। অ্যাপলের বিরুদ্ধে অভিযোগটি এভাবে উঠেছে যে, অ্যাপল তার পুরনো ফোনের গতিকে ধীর করে দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।