মাহশা আমিনি হত্যা: সরকারপন্থীদের মিছিলে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৮:৫১, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মাহশা আমিনি হত্যা: সরকারপন্থীদের মিছিলে

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২২
মাহশা আমিনি হত্যা: সরকারপন্থীদের মিছিলে

ইন্টারন্যাশনাল ডেস্ক: পুলিশ হেফাজতে হিজাব আইন লঙ্ঘনের দায়ে মাহশা আমিনি নামের নারীর মৃত্যুর ঘটনায় চলমান বিক্ষোভের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি পালন করেছে ইরানের সরকার সমর্থকরা। শুক্রবার সরকারি পৃষ্ঠপোষকতায় আয়োজিত এসব কর্মসূচিতে হিজাব আইনের বিরুদ্ধে প্রতিবাদকারীদের ফাঁসি দেওয়ার দাবি তোলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
হিজাব আইনের বিরোধিতা ও মাশা আমিনির হত্যকাণ্ডের বিচারের দাবিতে চলমান বিক্ষোভে অংশগ্রহণকারীদের সতর্ক করেছে ইরানের সেনাবাহিনী। এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, বিক্ষোভের নেপথ্যে থাকা শত্রুদের তারা মোকাবিলা করবে। এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিক্ষোভ দমনে সরকার কঠোর হতে পারে। সেনাবাহিনীর এমন হুমকির পর শুক্রবার সরকারি পৃষ্ঠপোষকতায় দেশজুড়ে কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচি থেকে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ‘ইসরায়েলি সেনা’ হিসেবে উল্লেখ করছেন সরকার সমর্থকরা। তারা স্লোগান দেন ‘আমেরিকা নিপাত যাক’, ‘ইসরায়েল নিপাত যাক’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।