ডেস্ক নিউজ: ২৫ জানুয়ারি বিশ্বের শতাধিক দেশে সাড়ে ৭ হাজারের বেশি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘পাঠান’। ক’দিন ধরে বাংলাদেশেকেও সেই তালিকায় যুক্ত করার চেষ্টা হচ্ছিলো। আর উদ্যোগটি নিয়ে দর্শকমনে আশার আলো জ্বালিয়েছে বাংলাদেশের অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট।
সাফটা চুক্তির আওতায় এই ছবিটি বাংলাদেশেও একই সময়ে মুক্তি দেওয়া যাবে কি না, মঙ্গলবার (২৪ জানুয়ারি) সে বিষয়ে জরুরি বৈঠক হয় তথ্য মন্ত্রণালয়ে। যেখানে হাজির ছিলেন মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাসহ চলচ্চিত্রকার কাজী হায়াৎ, হলমালিক ওনার্স অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার সুদীপ্ত কুমার দাস প্রমুখ।
বৈঠক শেষে এটুকু নিশ্চিত হয় কাল তো (২৫ জানুয়ারি) নয়ই, খুব দ্রুত সময়ে ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে না। কারণ, আইনি জটিলতা।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।