এক বছর সিয়াম পালনের সওয়াব - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১১:৪৭, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

এক বছর সিয়াম পালনের সওয়াব

newsup
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৩
এক বছর সিয়াম পালনের সওয়াব

ডেস্ক নিউজ: আউস ইবনে আউস আস-সাকাফি (রা.) বলেন, আমি রাসূল (সা.)কে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিন উত্তমরূপে গোসল করবে এবং সকাল-সকাল জুমা আদায়ের জন্য যাবে, জুমার জন্য বাহনে চড়ে নয় বরং হেঁটে মসজিদে যাবে এবং কোনোরূপ অনর্থক কথা না বলে ইমামের কাছে বসে মনোযোগ দিয়ে খুতবা শুনবে, সে (মসজিদে যাওয়ার) প্রতিটি কদমের বিনিময়ে এক বছর সিয়াম পালন ও রাতভর সালাত আদায়ের (সমান) সওয়াব পাবে। (আবু দাউদ, হাদিস : ৩৪৫)

সালমান ফারসি (রা.) বলেন, আমি রাসূল (সা.)কে বলতে শুনেছি, আল্লাহর পথে এক দিন বা এক রাত সীমানা পাহারা দেওয়া, এক মাসের সাওম পালন ও সালাত আদায় করার চেয়ে উত্তম। আর ওই প্রহরী যদি এ অবস্থায় মারা যায়, তাহলে তার আমলের সওয়াব অবিরত পেতে থাকবে, তার জন্য সর্বক্ষণ রিজিক (জান্নাত থেকে) আসতে থাকবে এবং সে কবরের কঠিন পরীক্ষা থেকে মুক্তি পাবে (মুসলিম, হাদিস : ১৯১৩)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।