ডেস্ক নিউজ: তিন ফরম্যাটে বাংলাদেশ দলের প্রধান কোচ হয়ে আবারও আসছেন হাথুরুসিংহে। আগের মেয়াদে কড়া হেড মাস্টারের নাম কামালেও বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে তার নতুন সম্পর্ককে ইতিবাচক হিসেবে দেখছেন খালেদ মাহমুদ সুজন।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘খুব ক্লিন ড্রেসিং রুম ছিল, যখন হাথু (হাথুরুসিংহে) ছিল। দেখুন আমরা সব সময় একটা কথা বলি, মিডিয়াতে আমিও শুনি যে ও (হাথুরসিংহে) কড়া হেডমাস্টারের মতো কথা বলে। আমার মনে হয়, সে কঠোর। যেরকম করে আমরা বলি, সেরকম কিন্তু না। ও আসলে পেছনে কথা না বলে সামনে কথা বলে, এটাই তো ভালো মানুষের লক্ষণ। আমি মনে করি, হাথু ভালো মানুষ। পেছনে গসিপিংয়ের চেয়ে একটা প্লেয়ারকে যদি সামনে থেকে বলেন, আমি এটাকে খারাপ দেখি না। যদি কড়া হেডমাস্টার হয়ে যায়, তাহলে ও কড়া হেডমাস্টার-ই।’
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।