রমজানে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:৫৫, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

রমজানে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি

newsup
প্রকাশিত মার্চ ২০, ২০২৩
রমজানে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি

ডেস্ক নিউজ: রমজান মাসের জন্য পুঁজিবাজারের লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সূচি অনুযায়ী রমজান মাসে পুঁজিবাজারের লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।

এ বিষয়ে সোমবার (২০ মার্চ) বিএসইসির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি দুই স্টক এক্সচেঞ্জের এমডিকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রথম রমজান থেকে সকাল ১০টায় যথারীতি লেনদেন শুরু হবে। বিরতিহীনভাবে লেনদেন শেষ হবে দুপুর একটা বিশ মিনিটে। এরপর আরও দশ মিনিট লেনদেন হবে পোস্ট ক্লোজিং সেশন। সবমিলিয়ে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চলবে। তবে রমজান মাসের পরে আগের মতো লেনদেন শুরু হবে সকাল ১০টায়। যা শেষ হবে দুপুর আড়াইটায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।