মোহামেডানের জয়ের দিনে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব - BANGLANEWSUS.COM
  • ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

 

মোহামেডানের জয়ের দিনে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব

newsup
প্রকাশিত এপ্রিল ১, ২০২৩
মোহামেডানের জয়ের দিনে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব

ডেস্ক নিউজ: মোহামেডানের জার্সিতে ফিরলেন সাকিব আল হাসান। আর তাতেই হারের বৃত্ত ভেঙে জয়ের আনন্দে মেতেছে দল, তবে তাতে কোনও অবদান রাখতে পারেননি বাঁহাতি অলরাউন্ডার। বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২২ রানে হারিয়ে চলতি ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম জয় তুলে নিয়েছেন গত কয়েক মৌসুম ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া দলটি।

আগের মৌসুমে মোহামেডানের সাথে চুক্তিবদ্ধ হওয়ার পরও কোনও ম্যাচ খেলতে পারেননি সাকিব। ঐতিহ্যবাহী এই ক্লাবটি সুপার লিগে না উঠতে পারায় তাকে খেলতে দেখা যায় লিজেন্ডস অব রূপগঞ্জে। ঢাকা লিগের চলমান আসরেও সাকিবকে খুব একটা পাওয়ার আশা নেই। কেননা আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি তার আছে আইপিএলের ব্যস্ততা। তবে এরই ফাঁকে শনিবার মোহামেডানের হয়ে বহুল আকাঙ্ক্ষিত ম্যাচটি খেলে ফেলেছেন তিনি। হয়তো প্রথম এবং শেষ ম্যাচ! তবে টানা হারের বৃত্তে থাকা দলটি সাকিবের ফেরার ম্যাচে জয়ে রাঙিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।