যা বলছে হামাস
০৪ জুলা ২০২৩, ১১:৪০ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলের তেল আবিবে ছুরি ও গাড়ি হামলার ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, গত কয়েক দশকের মধ্যে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী ক্যাম্পে বড় ধরনের সামরিক অভিযানের দ্বিতীয় দিনে এই ঘটনা ঘটলো।
ইসরায়েলি পুলিশ মঙ্গলবার (৪ জুলাই) জানায়, তেল আবিবের উত্তরে একটি গাড়ি নিয়ে কয়েকজন বেসামরিক নাগরিককে লক্ষ্য করে হামলা হয়। সন্দেহভাজন হামলাকারীকে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। একজন চিকিৎসক কান রেডিওকে জানিয়েছেন, তাকে গুলি করে মারা হয়েছে।
পুলিশ আরও জানায়, সন্দেহভাজন ব্যক্তি দক্ষিণ থেকে উত্তরে একটি গাড়ি চালাচ্ছিল। এ সময় শপিং সেন্টারে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা দেয় গাড়ি নিয়ে। শুধু তাই নয়, বেসামরিক লোকদের ধারালো বস্তু দিয়ে আঘাত করতে গাড়ি থেকে নেমে এগিয়ে আসে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকা নিয়ন্ত্রকারী স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী গোষ্ঠী হামাস এই হামলাকে ‘বীরত্বপূর্ণ অভিযান’ আখ্যা দিয়েছে। গোষ্ঠীটির মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, জেনিন শরণার্থী ক্যাম্পে আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের প্রথম প্রতিক্রিয়া।