আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী “ সম্মাননা স্মারক” পেলেন

Daily Ajker Sylhet

newsup

২৪ জানু ২০২৪, ১১:১১ পূর্বাহ্ণ


আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী “ সম্মাননা স্মারক” পেলেন

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য  সুব্রত চৌধুরীকে  “সম্মাননা স্মারক” প্রদান করা   হয়েছে।

উল্লেখ্য, নিউ জারসি রাজ্যে প্রতি বছর জানুয়ারি মাস  “স্কুল বোর্ড সদস্য স্বীকৃতি  মাস” হিসাবে পালিত হয়। এই মাসে স্কুল বোর্ডের সদস্যদেরকে শিক্ষার মানোন্নয়নে  তাদের  নিঃস্বার্থ  অবদানের জন্য স্বীকৃতি প্রদান করা হয়।

 

গত  ২৩ জানুয়ারি, মংগলবার সন্ধ্যায়  আটলান্টিক সিটির ১৩০০ আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত বোর্ড অব এডুকেশন এর সভা কক্ষে আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। পর্ষদ সভার বিরতিতে সুব্রত চৌধুরীকে বোর্ড অব এডুকেশন এর সদস্য হিসাবে স্কুল জেলার শিক্ষার মানোন্নয়নে  তাঁর  নিঃস্বার্থ  অবদানের স্বীকৃতি স্বরূপ  তাঁকে  “সম্মাননা স্মারক“   প্রদান করা হয়।

  আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশন এর সুপারিনটেন্ডেন্ট ড: মিসেস লা কোয়েটা স্মল সুব্রত চৌধুরীর হাতে “সন্মাননা স্মারক” তুলে দেন।
 এসময় “সম্মাননা স্মারক“ প্রাপ্ত  অন্যান্য  পর্ষদ সদস্যরা ছাড়াও নিউ জারসি রাজ্যের পক্ষে তদারককারী মিসেস কেরল মরিস , বোর্ড অব এডুকেশন এর সলিসিটর, ব্যবসা প্রশাসকবৃন্দসহ  বিভিন্ন  কমিউনিটির  গণ্যমান্য  ব্যক্তিবর্গ  উপস্হিত  ছিলেন।তাঁরা তুমুল করতালি ও হর্ষধ্বনির মাধ্যমে সুব্রত চৌধুরীকে অভিনন্দিত করেন।
লেখক- সাংবাদিক সুব্রত চৌধুরী “সন্মাননা স্মারক” পাওয়ায় কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।