আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী “ সম্মাননা স্মারক” পেলেন
২৪ জানু ২০২৪, ১১:১১ পূর্বাহ্ণ

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরীকে “সম্মাননা স্মারক” প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, নিউ জারসি রাজ্যে প্রতি বছর জানুয়ারি মাস “স্কুল বোর্ড সদস্য স্বীকৃতি মাস” হিসাবে পালিত হয়। এই মাসে স্কুল বোর্ডের সদস্যদেরকে শিক্ষার মানোন্নয়নে তাদের নিঃস্বার্থ অবদানের জন্য স্বীকৃতি প্রদান করা হয়।
গত ২৩ জানুয়ারি, মংগলবার সন্ধ্যায় আটলান্টিক সিটির ১৩০০ আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত বোর্ড অব এডুকেশন এর সভা কক্ষে আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। পর্ষদ সভার বিরতিতে সুব্রত চৌধুরীকে বোর্ড অব এডুকেশন এর সদস্য হিসাবে স্কুল জেলার শিক্ষার মানোন্নয়নে তাঁর নিঃস্বার্থ অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে “সম্মাননা স্মারক“ প্রদান করা হয়।