যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের হেনরি ডোরলি চিড়িয়াখানা ও অ্যাকুয়ারিয়ামের একটি কুমিরের সংকটাপন্ন অবস্থা। ৩৬ বছর বয়সি কুমিরটির নাম থিবোডক্স। এই কুমিরের পেটে শনাক্ত করা হয়েছে ৭০টি ধাতব মুদ্রা। অসুস্থ হওয়ায় গত সপ্তাহে তার দেহ পরীক্ষা করতে গিয়ে এসব মুদ্রা পাওয়া যায়। সৌভাগ্যক্রমে থিবোডক্সের পেটের সব ধাতব মুদ্রা সফলভাবে সরানো হয়েছে। এতে সম্ভাব্য ক্ষতি থেকে বেঁচে গেছে থিবোডক্স।পশুচিকিত্সক ক্রিস্টিনা প্লুগ বলেন, সম্ভবত চিড়িয়াখানায় আসা দর্শনার্থীরা কুমিরের আবাসস্থলে এসব ধাতব মুদ্রা ফেলেছিলেন। এটি একটি বিপজ্জনক ও অনাকাঙ্ক্ষিত অভ্যাস। যুক্তরাষ্ট্রের ওমাহার হেনরি ডোরলি চিড়িয়াখানা ও অ্যাকুরিয়ামের সহযোগী পশুচিকিত্সক ক্রিস্টিনা প্লুগ বলেন, তার প্রশিক্ষণের সাহায্যে, থিবোডক্সকে অবেদন দেওয়া হয়েছিল। পুরো প্রক্রিয়া তাদের নিরাপদে পরিচালনার অনুমতি দেওয়া হয়েছিল।ক্রিস্টিনা প্লুগ বলেন, থিবোডক্সের মুখ রক্ষা করতে একটি প্লাস্টিকের পাইপ স্থাপন করা হয়েছিল এবং ধাতব মুদ্রা পর্যন্ত পৌঁছাতে নানা সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল যেমন একটি ক্যামেরা, যা আমাদের এসব মুদ্রা শনাক্তের পর বের করে আনতে সহায়তা করেছে। থিবোডক্সের পেট থেকে সব মুদ্রা সফলভাবে বের করে আনা হয়েছে। একটি ফলোআপ এক্স-রে চিত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। থিবোডক্স এখন ভালো আছে, তাকে তার আবাসস্থলে পাঠানো হয়েছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।