মূলধারার সিডিসি’র সম্পাদক দেলওয়ার মানিকের স্বপরিবারে ওমরাহ্ পালনে সৌদি যাত্রা – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৫৮, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

মূলধারার সিডিসি’র সম্পাদক দেলওয়ার মানিকের স্বপরিবারে ওমরাহ্ পালনে সৌদি যাত্রা

newsup
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৪
মূলধারার সিডিসি’র সম্পাদক দেলওয়ার মানিকের স্বপরিবারে ওমরাহ্ পালনে সৌদি যাত্রা

Manual3 Ad Code

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধিঃ যুক্তরাষ্টের মূলধারার ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাব-এর প্রথম বাঙালী নির্বাচিত সম্পাদক, আন্তর্জাতিক সংস্থা ইউএসএ-বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইলেকশন মনিটরিং অর্গানাইজেশন এর সহ-সভাপতি এবং বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র ও সমাজকল্যান পরিষদের সহ-সভাপতি দেলওয়ার মানিক গত ১৯ এপ্রিল ২০২৪,শুক্রবার রাত সাডে ১০টায় ইওেহাদ এয়ার ওয়েজে ওমরাহ্ পালানে স্বপরিবারে সহধর্মিনী ও দুইপুত্র-এবং দুই কন্যাকে নিয়ে নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্ট থেকে যৌদি আরবে যাএা করেন। দেলওয়ার মানিক পবিএ ওমরাহ পালন শেষে মক্কা-মদিনাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করবেন এবং ২৮ এপ্রিল, ২০২৪ সোমবার নিউইয়র্কে প্রত্যাবর্তন করবেন। খবর বাপসনিউজ ।

Manual5 Ad Code

উল্লেখ্য দেলওয়ার মানিকের চোখের অস্রপচার করা হয় গত ১৮ মার্চে ২০২৪, সোমবার এবং পুরোপুরি সফল না হওয়ায় ২৯ এপ্রিল ২০২৪,সোমবার ২য় বার তার চোখে অপারেশন করা হবে।

সময়ের স্বল্পতায় দেলওয়ার মানিক আত্মীয় -স্বজন, বন্ধু-বান্ধব এবং সুধীজনদের সাথে সাক্ষাৎ করতে পারেন নি বলে দুঃখ প্রকাশ করেছেন সবার কাছে। তিনি সবার প্রতি দোয়া কামনা করেছেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code