মসজিদে মশার কয়েল ব্যবহার করা কি জায়েজ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:৫৯, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মসজিদে মশার কয়েল ব্যবহার করা কি জায়েজ

banglanewsus.com
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৪
মসজিদে মশার কয়েল ব্যবহার করা কি জায়েজ

ডেস্ক রিপোর্ট:

ইসলামি শরিয়তে মসজিদে দুর্গন্ধযুক্ত যে কোনো কিছুই নিষিদ্ধ। দুর্গন্ধযুক্ত হওয়ার কারণে পেঁয়াজ, রসুন ইত্যাদি খেয়ে মসজিদে আসতে হাদিসে নিষেধ করা হয়েছে। জাবের ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, রাসূল (সা.) পেঁয়াজ ও রসুন খেতে নিষেধ করেছেন। কিন্তু প্রয়োজনের তাগিদে আমরা তা খেলে তিনি বলেন, ‘যে এসব দুর্গন্ধযুক্ত উদ্ভিদের অংশ খাবে, সে যেন আমাদের মসজিদের কাছে না আসে। কেননা মানুষ যেসব জিনিসে কষ্ট পায়, ফেরেশতারাও সেসব জিনিসে কষ্ট পান’। [সহিহ মুসলিম, ১১৩৪]।

এ হাদিসের ভিত্তিতে আলেমরা যে কোনো দুর্গন্ধযুক্ত জিনিস মসজিদে প্রবেশ করানোকে নাজায়েজ বলেছেন। কারণ, তা মসজিদে বিদ্যমান মানুষ ও ফেরেশতাদের কষ্টের কারণ হয়। অতএব, মসজিদে দুর্গন্ধযুক্ত কয়েল জ্বালানো জায়েজ হবে না। মশার উপদ্রব থেকে বাঁচার জন্য দুর্গন্ধমুক্ত কয়েল বা স্প্রে-জাতীয় কোনো কিছু ব্যবহার করা যেতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।