কুসুমের প্রশ্ন, সব চলছে সিনেমা কেন বন্ধ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:৪১, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

কুসুমের প্রশ্ন, সব চলছে সিনেমা কেন বন্ধ

editorbd
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৪
কুসুমের প্রশ্ন, সব চলছে সিনেমা কেন বন্ধ

ডেস্ক রিপোর্ট:

বিপ্লবী বিজয় শেষে দেশ আবার স্বাভাবিক জীবনে ফিরেছে। যদিও সিনেমা এখনও আটকে আছে স্তব্ধতায়। ৫ আগস্টের পর উল্লেখযোগ্য কোনও সিনেমা মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে। অনেকেরই অভিমত, এখন সিনেমা মুক্তির জন্য সঠিক সময় নয়।

তবে এমন অভিমত ছাপিয়ে নতুন বাংলাদেশের উল্লেখযোগ্য প্রথম সিনেমা হিসেবে ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে কুসুম সিকদারের ‘শরতের জবা’। শুধু অভিনয় নয়, এই ছবির গল্প, চিত্রনাট্য, নির্মাণ ও প্রযোজনা একাই করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী। যেমন নজির ঢাকাই ইন্ডাস্ট্রিতে সচরাচর মেলেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।