চট্টগ্রাম বন্দরে জেটিতে নোঙর করা অয়েল ট্যাংকারে আগুন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:১২, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

চট্টগ্রাম বন্দরে জেটিতে নোঙর করা অয়েল ট্যাংকারে আগুন

editorbd
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৪
চট্টগ্রাম বন্দরে জেটিতে নোঙর করা অয়েল ট্যাংকারে আগুন

অনাইন ডেস্ক:

চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে দাঁড়িয়ে থাকা একটি অয়েল ট্যাংকারে আগুন লেগেছে। সোমবার ( ৩০ সেপ্টেম্বর ) সকাল ১০টা ৫৫ মিনিটে পতেঙ্গার কর্ণফুলী নদীর জেটিতে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জ্যোতি’তে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ও নৌবাহিনীর ফায়ার টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন পুরোপুরি না নিভলেও এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, বন্দরের ডলফিন জেটিতে অস্থানরত জাহাজটিতে আগুন লেগেছে। নৌবাহিনীর ফায়ার টিম আগুন নেভাতে কাজ করছে। একই সঙ্গে কাজ করছে ফায়ার সার্ভিসের টিমও। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে ঠিক কী কারণে জাহাজের কোনো অংশে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ দুর্ঘটনাকবলিত জাহাজের ভেতরে প্রবেশ করছেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখনো নিশ্চিত নই আগুনের কারণ সম্পর্কে। এ নিয়ে আমরা কাজ করছি। তবে আগুন নিয়ন্ত্রণে আছে। ’

তথ্যমতে, রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজটি বন্দরের বহির্নোঙর থেকে ক্রুড অয়েল নিয়ে ডলফিন জেটিতে এসেছিল। বাংলার জ্যোতিতে আগুন লাগার পর ওই এলাকার অন্যান্য জাহাজগুলো নিরাপদে সরানো হয়েছে বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।