ম্যানসিটির বিপক্ষে অনিশ্চিত রিয়ালের রুডিগার - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:১৩, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ম্যানসিটির বিপক্ষে অনিশ্চিত রিয়ালের রুডিগার

editorbd
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৫
ম্যানসিটির বিপক্ষে অনিশ্চিত রিয়ালের রুডিগার

ডেস্ক রিপোর্ট:

ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম লেগে অনিশ্চিত রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক আন্তোনিও রুডিগার। এস্পানিওলের কাছে লা লিগায় ১-০ গোলে হারের ম্যাচে প্রথমার্ধে ডান ঊরুতে চোট পেয়েছে মাঠ ছাড়েন রুডিগার।
জার্মান ডিফেন্ডারকে নিয়ে ক্লাব রবিবার বিবৃতি দিয়েছে, ‘রিয়ালের মেডিক্যাল টিমের করা পরীক্ষা শেষে আন্তোনিও রুডিগারের ডান পায়ের পেশিতে চিড় ধরা পড়েছে।’

স্প্যানিশ মিডিয়ার রিপোর্ট, অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন রুডিগার। তাতে আগামী সপ্তাহে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগা ও ১১ ফেব্রুয়ারি সিটির সঙ্গে প্রথম লেগে পাওয়া যাবে না তাকে।

দীর্ঘদিন ধরে দানি কারভাহাল ও এডার মিলিতাওয়ের অনুপস্থিতির কারণে রক্ষণে ভুগছে রিয়াল। এবার রুডিগার ছিটকে যাওয়ায় বড় ধরনের ধাক্কা খেলো তারা।

পেপ গার্দিওলার সিটি ১৯ ফেব্রুয়ারি ফিরতি লেগে মাদ্রিদ ক্লাবের মুখোমুখি হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।