ইংল্যান্ডকে সহজে হারালো ভারত
০৬ ফেব্রু ২০২৫, ০১:১৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট:
দারুণ বোলিংয়ে ইংল্যান্ডকে ২৪৮ রানে আটকে দেওয়ার পর শুভমান গিলের সঙ্গে শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটে জিতলো ভারত৷ ৬৮ বল হাতে রেখে প্রথম ওয়ানডেতে সাফল্য পেলো স্বাগতিকরা।
আগে ব্যাটিংয়ে নেমে ফিল সল্ট ও বেন ডাকেটের ৭৫ রানের ওপেনিং জুটিতে ৭৫ রান তোলে ইংল্যান্ড। হার্ষিত রানার দারুণ বোলিংয়ে ১১১ রানে ৪ উইকেট হারায় তারা।
জস বাটলার ও জ্যাকব বেথেলের ফিফটি ইংলিশদের টেনে তোলে। ৫২ রান করেন বাটলার, ৫১ রান আসে বেথেলের ব্যাটে।
৪৮তম ওভারের চতুর্থ বলে ইংল্যান্ড অল আউট হয়।
হার্ষিত ও রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নেন।
ভারত লক্ষ্যে নেমে ১৯ রানে দুই উইকেট হারায়। এরপর আইয়ার ও গিলের ৯৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা।
আইয়ার ৫৯ রানে থামেন। গিল ও অক্ষরের ১০৮ রানের জুটিতে সহজ জয়ের ভিত তৈরি হয়।
১৪ রানে ভারত ৩ উইকেট হারালেও জিততে বেগ পেতে হয়নি। ৩৮.৪ ওভারে ৬ উইকেটে ২৫১ রান করে তারা।
গিল সর্বোচ্চ ৮৭ রান করেন ৯৬ বলে, ১৪ চারে। ৫২ রান করেন অক্ষর।