রাশিয়ায় জনসংখ্যা বাড়াতে নারীদের মিনি স্কার্ট পরার পরামর্শে শোরগোল

Daily Ajker Sylhet

banglanewsus.com

১৮ মার্চ ২০২৫, ০৩:১৪ অপরাহ্ণ


রাশিয়ায় জনসংখ্যা বাড়াতে নারীদের মিনি স্কার্ট পরার পরামর্শে শোরগোল

অনলাইন ডেস্ক:

গত বছর রাশিয়ায় ১৯৯৯ সালের পর সর্বনিম্ন জন্মহার রেকর্ড করা হয়েছে। এই প্রেক্ষাপটে দেশটির এক স্থানীয় রাজনীতিক নারীদের মিনি স্কার্ট পরার পরামর্শ দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন।

রাশিয়ার তারুসা শহরের স্থানীয় পরিষদের সদস্য ইয়েভজেনি রুদেঙ্কো সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘তারুসার নারীদের অনুরোধ করা হচ্ছে, যেন তারা রৌদ্রোজ্জ্বল দিনে বেশি করে মিনি স্কার্ট পরেন, যেন রাশিয়ার জন্মহার বাড়ে।’

তবে রুদেস্কোর এই মন্তব্য অনলাইনে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। পরে তিনি দাবি করেন, মজার ছলেই তিনি এমন মন্তব্য করেছেন। কারণ, সেদিনের আবহাওয়া খুব সুন্দর ছিল।

পরে অবশ্য নিজের বক্তব্যকে সমর্থন করে তিনি যুক্তি দেন, নারীদের মিনি স্কার্ট তরুণদের আকৃষ্ট করে। এই আকর্ষণ থেকে বিয়ে এবং সন্তান জন্মের দিকে এগিয়ে যান দম্পতিরা।

এদিকে রুদেস্কোর মন্তব্যের কড়া সমালোচনা করে রাশিয়ার সংসদের পরিবার, নারী ও শিশুবিষয়ক কমিটির প্রধান নিনা অস্তানিনা বলেছেন, ‘নারীদের পোশাক নিয়ে মন্তব্য না করে জনগণের প্রকৃত সমস্যার দিকে মনোযোগ দেওয়া উচিত।’

এর আগেও রাশিয়ার সংসদীয় নেতারা জনসংখ্যা বৃদ্ধির জন্য আপত্তিকর ও অযৌক্তিক বিভিন্ন প্রস্তাবের বিরোধিতা করেছেন।

এ বিষয়ে এক প্রতিবেদনে মঙ্গলবার রাশিয়ান টাইমস (আরটি) জানিয়েছে, রাশিয়ায় জন্মহার ক্রমাগত কমছে। ১৯৯৩ সালে দেশটির জনসংখ্যা ছিল ১৪ কোটি ৯০ লাখ। কিন্তু ২০২৩ সালে এটি কমে ১৪ কোটি ৪০ লাখে এসে দাঁড়িয়েছে।

এই অবস্থায় দেশটির সরকার জনসংখ্যার সংকট মোকাবিলায় সন্তান জন্ম দেওয়া পরিবারগুলোকে আর্থিক সহায়তা বাড়িয়েছে, ঐতিহ্যবাহী পারিবারিক মূল্যবোধকেও উৎসাহিত করছে এবং সন্তানবিহীন জীবনধারার প্রচার নিষিদ্ধ করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।