যুক্তরাজ্যের বার্মিংহামে এডভোকেট মাহফুজুর রহমান পিপি‘র সম্মানে সভা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:০০, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

যুক্তরাজ্যের বার্মিংহামে এডভোকেট মাহফুজুর রহমান পিপি‘র সম্মানে সভা

প্রকাশিত জুন ৮, ২০১৭
যুক্তরাজ্যের বার্মিংহামে এডভোকেট মাহফুজুর রহমান পিপি‘র সম্মানে সভা

রাজু আহমেদ ঃ ব্রিটেনে সফররত সিলেট জেলা আওয়ামিলীগের প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা এডভোকেট মাহফুজুর রহমান পিপি‘র সম্মানে বার্মিংহামে এক আলোচনা সভা ও সেহরী পার্টির আয়োজন করা হয়। গত ৭ জুন বার্মিংহামের স্মলহীথের একটি রেষ্টুরেন্টে এই আলোচনা সভা ও সেহরী পার্টি অনুষ্ঠিত হয়। আজিজুর রহমান মতির সভাপতিত্বে ও মিডল্যান্ডস আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলালের পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভা ও সেহরী পার্টিতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে সফররত সিলেট জেলা আওয়ামিলীগের প্রচার সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান পিপি‘র বন্ধু-বান্ধব ও এলকার প্রবাসীরা যোগ দেন। আলোচনা সভায় অংশ নেন কার্ডিফ থেকে আগত কাজী শাহজাহান,উইরাল থেকে আমিরুল ইসলাম মধু,লিভারপুল থেকে সৈয়দ বেলাল,বার্মিংহামের শাহ রুকন আহমেদ ও আব্দুল ওয়াদুধ,সেন্ট্রাল বনসের জুনেদ চৌধুরী ও শিহাব আহমেদ,ছালেহ আহমেদ,টুটুল ও মোশাররফ আহমেদ প্রমূখ। আলোচনা সভায় বক্তারা এডভোকেট মাহফুজুর রহমান পিপি‘র বিভিন্ন সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন,তিনি তাঁর কর্মকান্ডের মাধ্যমে এলাকার সার্বিঙক উন্নয়নে যে ভূমিকা রাখছেন তা অনেকর কাছেই অনুকরণীয়। আলোচনা সভা শেষে এডভোকেট মাহফুজুর রহমান পিপি‘র সুস্বাস্থ্য এবং বাংলাদেশের সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করে এক বিশেষ মোনাজাত ও সেহরী পার্টি অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।