এক কবুতরের দাম ১২ কোটি টাকা – BANGLANEWSUS.COM
  • ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

 

এক কবুতরের দাম ১২ কোটি টাকা

ADMIN, USA
প্রকাশিত মার্চ ১৯, ২০১৯

বেলজিয়ামে রেকর্ড ১২ লাখ ৫২ হাজার ইউরোতে একটি ‘রেসিং’ কবুতর বিক্রি হয়েছে।

 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গত রোববার অনলাইন নিলামে কবুতরটি বিক্রি হয়।

 

কবুতরটি যে দামে বিক্রি হয়েছে, তা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা।

 

নিলামে বিক্রি হওয়া কবুতরটির ক্রেতা চীনের এক নাগরিক বলে জানা যায়।

 

কবুতরটির নাম আরমান্দো। এটি বেলজিয়ামের সর্বকালের সবচেয়ে দীর্ঘ পাল্লার ‘রেসার’ কবুতর।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।