সংস্কৃতি রক্ষায় বর্তমান সরকার কাজ করছে প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৮:৪১, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সংস্কৃতি রক্ষায় বর্তমান সরকার কাজ করছে প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু

ADMIN, USA
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৯
সংস্কৃতি রক্ষায় বর্তমান সরকার কাজ করছে প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) :

“আমার সংস্কৃতি-আমার পরিচয়। ‘‘এই প্রতিপাদ্যে দুই দিনব্যাপী গারো সম্প্রদায়ের প্রধান উৎসব ‘‘ওয়ানগালা’’ অনুষ্ঠানের সমাপনীতে মাননীয় প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এ কথা বলেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি ২দিন ব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে একাডেমি মিলনায়তনে গাড়ো সম্প্রদায়ের সর্বোচ্চ সম্মান ‘‘তিলক ও খুতুব’’ পড়িয়ে দেয়ার পরে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মৎস ও প্রানী সম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় মৎস কর্মকর্তা ড. আব্দুল মজিদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, ইউএনও ফারজানা খানম, জেলা পরিষদ সদস্য মো. শফিকুল ইসলাম শফিক, ওসি মিজানুর রহমান, আদিবাসী গবেষক রেভা: মনিন্দ্র নাথ মারাক, আদিবাসী নেতা জর্নেস চিরান, এডলফ মারাক, একাডেমির পরিচালক শরদিন্দু সরকার স্বপন হাজং, নারীনেত্রী লুদিয়া রুমা সাংমা প্রমুখ।

মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, মহুয়া মলুয়ার দেশ নেত্রকোনা। এ জেলায় নানা বৈচিত্র্যের সংস্কৃতি রয়েছে। বর্তমান সরকার দেশের সকল ধর্ম্মের সংস্কৃতি রক্ষায় কাজ করছেন। গারো সম্প্রদায়ের এই ধর্মীয় উৎসব এখন আমাদের সংস্কৃতির অংশ। এই সংস্কৃতি আমাদের মেলবন্ধন সৃষ্টি করেছে। বৎরের এ সময়টা চলে আসলেই মনে হয়, বিরিশিরিতে গারো সম্প্রদায়ের অনুষ্ঠানের কথা। আমাদের নেত্রকোনা অঞ্চলের সকল সংস্কৃতি রক্ষায় যার যার সেক্টও থেকে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান। আলোচনা শেষে, আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।