শৈলকুপায় শত বর্ষী নিম গাছে নিরাময় হচ্ছে বিভিন্ন রোগ ! - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:৫৪, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

শৈলকুপায় শত বর্ষী নিম গাছে নিরাময় হচ্ছে বিভিন্ন রোগ !

ADMIN, USA
প্রকাশিত জানুয়ারি ২, ২০২০
শৈলকুপায় শত বর্ষী নিম গাছে নিরাময় হচ্ছে বিভিন্ন রোগ !

শৈলকুপা (ঝিনাইদহ):

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের সোনদহ গ্রামে অবস্থিত শতবর্ষী একটি নিম গাছের নিচের মাটি গায়ে মেখে ও খেয়ে বিভিন্ন রোগ নিরাময়ের কথা ছড়িয়ে পড়েছে!
সরেজমিনে ঐ এলাকায় গিয়ে দেখা গেল দলে দলে নারী-পুরুষ এসেছে রোগ নিরাময়ের আশায়। একই গ্রামের খয়বর গাজী (৪২)জানায় সে বেশ কয়েক বছর আগে মানষিক বিকার গ্রস্থ ছিল। তাকে চেইন দিয়ে বেধে রাখা হতো। এই নিম গাছের মাটি সারা গায়ে মেখে এখন সে পুরো সুস্থ বলে দাবী করছেন। এর পর থেকেই সে এই গাছের গোড়ায় প্রাচীর দিয়ে ঘিরে রেখেছে। এই ঘেরা দেয়ার মধে আশপাশের বিভিন্ন রোগাক্রান্ত মানুষ এসে মোমবাতি, আগরবাতি, দৈ,চিড়া, বাতাসা,ফলমূল, টাকা রেখে যাচ্ছে এবং গাছের গোড়ার মাটি নিয়ে গিয়ে গায়ে মাখছে এর ফলে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ সুস্থ হয়ে যাচ্ছে অনেকে আবার এই মাটি খেয়ে আরোগ্য লাভ করছেন। এলাকার বৃদ্ধরা জানান গাছটির বয়স আনুমানিক দুইশত বছর হবে। তাদের বাবা – দাদারাও এই গাছটিকে দেখে গেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।