কৃষকের ফাঁদে পড়ল মেছো বাঘ

Daily Ajker Sylhet

২০ অক্টো ২০২০, ০৯:২৭ পূর্বাহ্ণ


কৃষকের ফাঁদে পড়ল মেছো বাঘ

গৌরীপুর (ময়মনসিংহ) :
ময়মনসিংহের গৌরীপুরে কৃষকের পাতা ফাঁদে ধরা পড়েছে এক মেছো বাঘের শাবক। সোমবার(১৯অক্টোবর) উপজেলার মাওহা ইউনিয়নের বড়ইকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে উৎসুক জনতা মেছো বাঘ দেখতে ভীড় করে।
এলাকাবাসী জানায়, উপজেলার মাওহা ইউনিয়নের বড়ইকান্দা গ্রামে মাসখানেক ধরেই মেছোবাঘের শাবকটি ঘুরাফেরা করছিল। মেছোবাঘটি এরমধ্যে গ্রামের অনেকের হাঁস-মুরগি খেয়ে ফেলে। মেছোবাঘের উপদ্রব বন্ধ করতে গ্রামের কৃষক সোহেল মিয়া খাঁচার ভেতর মুরগি রেখে ফাঁদ তৈরি করে রোববার রাতে বাড়ির পাশে পেতে রাখে। পরে সোমবার সকালে সেই ফাঁদে ধরা পড়ে মেছোবাঘটি।
সোহেল মিয়া বলেন, মেছো বাঘের শাবকটি এলাকায় ঘুরাফেরা করে মানুষের হাঁস-মুরগি ধরে নিয়ে যেত। তাই মেছোবাঘ ধরতে ফাঁদ তৈরি করি। ধরা পড়া শাবকটির শরীরে বাঘের মত ডোরাকাটা দাগ রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, মেছো বাঘের শাবক ধরা পড়ার খবর পেয়েছি। শাবক উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বন কর্মকর্তাকে বলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।