যানজট কমাতে ঢাকায় সাবওয়ে নির্মাণ হচ্ছে : ওবায়দুল কাদের – BANGLANEWSUS.COM
  • ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

 

যানজট কমাতে ঢাকায় সাবওয়ে নির্মাণ হচ্ছে : ওবায়দুল কাদের

newsup
প্রকাশিত এপ্রিল ১, ২০২২
যানজট কমাতে ঢাকায় সাবওয়ে নির্মাণ হচ্ছে : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানী ঢাকার যানজট কামাতে শিগগিরই সাবওয়ে নির্মাণ করা হবে। এখন সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে। এটি সম্পন্ন হলে অর্থায়ন নিশ্চিতসাপেক্ষে সাবওয়ে নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজ শিগগিরই শুরু হবে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সংসদে সরকার দলের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকা শহরে যানজট নিরসনে সাবওয়ে নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। ফেব্রুয়ারি পর্যন্ত এর ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এটি সম্পন্ন হলে অর্থায়ন নিশ্চিতসাপেক্ষে সাবওয়ে নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কাজ শিগগিরই শুরু হবে।

সাবওয়ের জন্য নির্মিত টানেল ভূপৃষ্ঠ থেকে আনুমানিক ২৫ থেকে ৭০ মিটার নিচ দিয়ে তৈরি হবে বলে এর জন্য যানজট ও জনজটের কোনো আশঙ্কা থাকবে না। ঢাকা শহরের প্রায় ৮০ লাখ কর্মজীবী মানুষের মধ্যে প্রায় ৪০ লাখ মানুষ মাটির নিচ দিয়ে তখন যাতায়াত করতে পারবে।

এর আগে মঙ্গলবার (২৭ মার্চ) ‘ঢাকা শহরে সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা’ শীর্ষক প্রকল্পের খসড়া চূড়ান্ত প্রতিবেদন নিয়ে মতামত গ্রহণের জন্য অনুষ্ঠেয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দৃষ্টি আকর্ষণ করে ওবায়দুল কাদের বলেন, ঢাকা এখন দূষণের নগরী। নগরীকে বাসযোগ্য করার জন্য নতুন উদ্যমে নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।