BengaliEnglishFrenchSpanish
২০ রোজার মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবি - BANGLANEWSUS.COM
  • ১লা ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ


 

২০ রোজার মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবি

banglanewsus.com
প্রকাশিত এপ্রিল ৮, ২০২২
২০ রোজার মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবি

ডেস্ক রিপোর্ট : ২০ রোজার মধ্যে বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন পোশাক শ্রমিকরা।

শুক্রবার (৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে পৃথক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

গার্মেন্টস শ্রমিকরা সব সময়ই নির্যাতিত জানিয়ে বক্তারা বলেন, যেকোনো উৎসবের আগে মালিকরা নানা অজুহাতে আমাদের ঠকায়। অনেক সময় বোনাস ও বকেয়া বেতন দিতে দেরি করে। কখনো আবার ঈদের পরেও দেয়। সুযোগ পেলে না দেওয়ারও পাঁয়তারা করে।

সমাবেশে বক্তরা আরও বলেন, ঈদকে সামনে রেখে আনন্দ তো দুরের কথা বেতন-বোনাসের জন্য আমাদের রাস্তায় নামতে হয়। গার্মেন্টস মালিকদের বলব, শ্রমিকদের সঙ্গে অন্যায় করবেন না। ২০ রমজানের মধ্যে ঈদ বোনাসসহ সব বকেয়া পরিশোধ করে দিন।

এই সংবাদটি 1,225 বার পড়া হয়েছে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।