বাংলাদেশী বংশদ্ভূত ব্রিটিশ ক্ষুদে লেখিকা মালীহা নওরীনের বইয়ের মোড়ক উন্মোচন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:২৫, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বাংলাদেশী বংশদ্ভূত ব্রিটিশ ক্ষুদে লেখিকা মালীহা নওরীনের বইয়ের মোড়ক উন্মোচন

newsup
প্রকাশিত মে ১১, ২০২২
বাংলাদেশী বংশদ্ভূত ব্রিটিশ ক্ষুদে লেখিকা মালীহা নওরীনের বইয়ের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জের শব্দকথা প্রকাশন কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশী বংশদ্ভূত ব্রিটিশ ক্ষুদে লেখিকা মালিহা নওরীন’র ইংরেজি সাহিত্যের শিশুতোষ বই “TRYING TO FIND MY CAT” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৯ মে) বিকাল ৪ টায় শব্দকথা২৪.কমের সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ এর সভাপতিত্বে বার্তা সম্পাদক আখতারুজ্জামান তরফদারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জাহান আরা খাতুন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, শিশু সংগঠক বাদল রায়, ব্যাংকার মোহাম্মদ আব্দুল্লাহ, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম, বাপা হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন, কবি অপু চৌধুরী, কবি এম এ ওয়াহিদ, কবি ফয়জুন নাহার, কবি তাসলিমা খান। নওরীনের লেখালেখির বিষয়ে অনুভূতি প্রকাশ করেন তার বাবা মোঃ রাসেল ও মা মাহফুজা মিতা।

আরও বক্তব্য রাখেন সাংবাদিক শাহ জালাল উদ্দীন জুয়েল, কমরেড শফিকুল ইসলাম, শিক্ষক মোঃ জিয়াউর রহমান, প্রচ্ছদ শিল্পী আশীষ আচার্য্য, কবি ঝলক গোপ পুলক, হাবিব খোকন, মীর সাজিন,আশরাফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “মালীহা নওরীন আমাদের গর্ব। সে নিশ্চয়ই একদিন অনেক বড় একজন লেখিকা হবে। তার প্রজ্ঞা ও প্রমিতিকে কাজে লাগিয়ে সে বিশ্বপরিমণ্ডলে বিচরণ করবে একদিন।”
“বাংলাদেশী বংশদ্ভূত মালীহা নওরীন আমাদের গৌরব। মাত্র নয় বছর বয়স্ক এই লেখিকা আজকের শিশু প্রজন্মের একটি উৎকৃষ্ট উদাহরণ।”
“সে তার লেখায় দারুণ এক কল্পনাশক্তির প্রয়োগ করেছে। তার ভবিষ্যত সৃষ্টি ও কল্পনা যেন মানব ও প্রকৃতির কল্যাণে আসে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।